রিমান্ডে অসুস্থ হয়ে ফের ঢামেকে শাহজাহান খান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪

সংগৃহীত ছবি

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান রিমান্ডে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যাত্রাবাড়ী থানার একটি মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন তিনি।

সোমবার (৪ নভেম্বর) বিকেলে অসুস্থ অবস্থায় ডিবি কার্যালয় থেকে শাহজাহান খানকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় শাহজাহান খান চার দিনের রিমান্ডে আছেন। ডিবি কার্যালয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেলের দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলের সিসিইউতে চিকিৎসাধীন।

এর আগে, শনিবার (২ নভেম্বর) রাতে শাহজাহান খান অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হয়।