শেষ দিকের নাটকীয়তায় মেসির মায়ামির হার
মেজর লিগ সকারের প্লে অফের প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছিল ইন্টার মিয়ামি। তবে ফিরতি ম্যাচেই হারতে হলো লিওনেল মেসিদের। প্লে অফ সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ আতালান্তার ঘরের মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে খেলতে নেমেছিল মিয়ামি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল হজম করে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিদের।
সমীকরণটা ছিল আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে আজ জিতলেই এমএলএস কাপ প্লে অফে ইন্টার মায়ামির সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত। যেখানে তিন ম্যাচের প্লে অফের আগের ম্যাচে ২-১ গোলে জিতেছিল দলটি। তবে আজ হেরেই গোল মার্তিনোর শিষ্যরা। এবার শেষ দিকের নাটকীয়কায় ২-১ গোলে হেরে মেসিদের স্বপ্ন কিছুটা এলোমেলো হয়ে গেল।


বিরতির পর ৫৮তম মিনিটে গোল করে সমতায় ফেরে আটলান্টা। ফ্রি-কিক থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন উইলিয়ামস।
যোগ করা সময়ে বাজিমাত করে আটলান্টা। দারুণভাবে গড়া দলীয় এক আক্রমণ থেকে বক্সের বাইরে বল পান সিলভা। অসাধারণ এক শটে গোল করে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।
এই ম্যাচে আটলান্টার জয়ে তিন ম্যাচের প্লে অফ সিরিজের শেষ ম্যাচটা এখন নকআউটে পরিণত হয়েছে। ১০ নভেম্বরের সেই ম্যাচে যারাই জিতবে সেমিফাইনালে টিকিট কাটবে তারাই।