ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক ১
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খামার আন্ধারিঝার এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী লেবু (৩৮) কে আটক করেছে যৌথ বাহিনী।
এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬০৭ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে সেনাবাহিনীর ক্যাপ্টেন মাসুম রেজার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উপজেলার খামার আন্ধারিঝার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে, ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করেছে।
আটককৃতর খাইরুল আলম ওরফে লেবু উপজেলার খামার আন্ধারিঝার এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আমির হোসেনের ছেলে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লেবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।