আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বদলি করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

গেল বছরের ৫ জুন সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয় নাজমাকে। এরআগে তিনি একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করে। অর্থ বিভাগেরও অতিরিক্ত সচিব ছিলেন নাজমা।

এছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক করা হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল কাইয়ূমকে। তাকে গ্রেড-ও পদোন্নতি দেওয়া হয়েছে।

আরও দুটি প্রজ্ঞাপনে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক সাইফুল্লাহিল আজমকেও গ্রেড-১ করা হয়েছে।

নাজমা মোবারেক ২০২৩ সালের ৫ জুন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পান। পরদিন সচিব পদে যোগ দেন তিনি। এর আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগে কর্মরত ছিলেন।

নাজমা মোবারেক বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের একজন কর্মকর্তা। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুরে কর্মজীবন শুরু করেন এবং পরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Nagad

তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় দায়িত্ব পালন করেন। এরপর তিনি সহকারী সচিব হিসেবে বস্ত্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপ-সচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে অর্থ বিভাগে দায়িত্ব পালন করেন।