গণহত্যা: পরোয়ানাভুক্ত আসামি মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার
জুলাই-আগস্ট ‘গণহত্যায়’ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গণহত্যায় অভিযুক্ত আসামি হিসেবে বুধবার আজ বুধবার সাবেক ডিসি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান।
এর মাধ্যমে প্রথম কোনো আসামিকে গ্রেপ্তার করল পুলিশ। তাকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোনো আসামিকে হাজির করা হবে।


উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।