রাতে ব্যালন ডি’ অর ঘোষণা, রদ্রির হাতেই শ্রেষ্ঠত্ব
নানা নাটকীয়তা আর জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যালন ডি’অর ২০২৪ উঠেছে রদ্রিগো হার্নান্দেজের হাতে। প্রায় সবাই যখন ধরে নিয়েছিল, ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা ফুটবলার হতে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র, তখনই বাজিমাত করলেন রদ্রি। প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্যু শাতলে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন স্পেন ও ম্যানচেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার।
ফুটবল বিশ্বে ব্যক্তিগত অর্জনের দিক বিবেচনায় সবচেয়ে বড় পুরস্কারের অন্যতম ব্যালন ডি’অর। ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় এটিকে।


গত মৌসুমে দুর্দান্ত খেলেছিলেন রদ্রি। ক্লাব ফুটবলে ম্যানসিটিকে যেমন জিতিয়েছেন প্রিমিয়ার লিগের শিরোপা, তেমনি আলো ছড়িয়েছেন জাতীয় দলেও। এক যুগ পর স্পেনের ইউরো চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারে রেখেছেন অগ্রণী ভূমিকা। ব্যালন ডি’অরে সংক্ষিপ্ত তালিকায় তাই রদ্রিকে দেখে অনেকেই ধরে নিয়েছিলেন–লম্বা সময় পর প্রিমিয়ার লিগের (ইংল্যান্ড) কোনো ফুটবলারের হাতে উঠেছে ফুটবলের সবচেয়ে মর্যাদার এই ব্যক্তিগত শিরোপা।
ব্যালন ডি’অর জিতে রদ্রির সহজ সরল কথা, ‘এটি আমার দেশের মানুষের জন্য। যারা আমাকে সমর্থন দিয়েছে। আমার ক্লাব সতীর্থ, কোচ ও ভক্ত সবার জন্য এই অর্জন।’