ভুরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৪

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (১৭অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, ভুরুঙ্গামারী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আখতার, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন , পাথরডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা জামায়াতের আমীর আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সিঃ সহ সভাপতি এফ কে আশিক, সাধারণ সম্পাদক খালেদ হাসান, বিজিবি প্রতিনিধি, ১০ ইউপি চেয়ারম্যান, শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

সভায়, উপজেলা আইন-শৃঙ্খলা, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও বাল্য বিবাহ, সন্ত্রাস ও নাশকতা, সড়ক নিরাপত্তা, নৌ-দুর্ঘটনা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি ও জন্ম-মৃত্যু নিবন্ধনের বিষয়ে আলোকপাত করা হয়।

এ সময় নবাগত অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, মাদক ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস উপজেলা মডেল মসজিদ, ফায়ার সার্ভিস স্টেশন নির্মান ও দ্রব্য-মূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং এবং মূল্য তালিকা টানানোর উপর গুরুত্বআরোপ করেন।

Nagad