সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

সাকিব আল হাসান। সংগৃহীত ছবি

মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা আগেই জানিয়েছিলেন সাকিব আল হাসান। সেই ইচ্ছা পূরণে সাহায্য করার ইতিবাচক ইঙ্গিত আগেই দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিবের দেশে আসার খবরও। এবার, সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করল বাংলাদেশ। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঘোষণা করা ১৫ জনের দলে নেই কোনো নতুন মুখ। ভারত সফর থেকে বাদ দেওয়া হয়েছে মাত্র একজনকে। তিনি হলেন পেসার খালেদ আহমেদ।

যাকে নিয়ে সবার কৌতূহল, আগ্রহ সেই সাকিব আল হাসান যথারীতি আছেন দলে। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই টেস্টের স্কোয়াডে পেসারের আধিক্য নেই। মাত্র তিনজন পেসার (তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানা)। তবে স্পিনারের ছড়াছড়ি। সাকিব, মিরাজ, তাইজুলের সাথে বাড়তি হিসেবে আছেন অফস্পিনার নাইম হাসানও।

প্রথম টেস্টের দল

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।