ফেসবুকে চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে জিম্মি,চাঁদা আদায়ে ৭ জন গ্রেপ্তার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪

ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অসহায় মানুষদের জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে খিলগাঁও থানা পুলিশ সাতজন প্রতারককে গ্রেপ্তার করেছে। ডিএমপির ডিসি তালেবুর রহমান মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই চক্রটি চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে ঢাকায় এনে বাসায় জিম্মি করে টাকা আদায় করত। গত ৯ অক্টোবর এ বিষয়ে খিলগাঁও থানায় একটি মামলা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— নাসির উদ্দিন (২৮), আনোয়ার (২৬), রোকসানা (৩৫), সীমা (৩২), জেসমিন (২০), লিজা (২৫) এবং শাহানাজ (২০)।

মামলার তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর মো. নাসির উদ্দীন ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির বিজ্ঞাপন দেখে সীমা নামের একজনের সঙ্গে যোগাযোগ করেন। ৬ অক্টোবর সন্ধ্যায় তিনি খিলগাঁও থানার দক্ষিণ গোড়ানের একটি বাসায় যান, যেখানে সীমা ও আনোয়ারসহ অন্যান্যরা তাকে জিম্মি করে মারধর শুরু করেন। পরে তারা তার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। সীমা নিজেকে ডিবি পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিয়ে নাসিরের মায়ের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। নাসিরের মা পাঁচ হাজার টাকা বিকাশে পাঠান। এরপর তারা নাসিরের কাছে থাকা দুটি স্বর্ণের আংটি, একটি মোবাইল ফোন এবং নগদ ৩২ হাজার ৫০০ টাকা নিয়ে নেয়।

পরবর্তীতে আনোয়ার নাসিরের চোখ বেঁধে মোটরসাইকেলে খিলগাঁও ফ্লাইওভারে ফেলে দেয়। মামলার পর ছয়জনকে গ্রেপ্তার করা হয় এবং পরে শাহানাজকে ধরার পর মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলুব্ধ করে এবং তারপর জিম্মি করে অর্থ ও মূল্যবান দ্রবাদি হাতিয়ে নেয়। গ্রেপ্তার নাসির উদ্দিনের নামে হত্যা ও চাঁদাবাজির আটটি মামলা রয়েছে।

Nagad