সাবের হোসেন চৌধুরীকে বিদেশিদের চাপে মুক্তি দেওয়া হয়েছে: নুর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ফাইল ছবি

গ্রেপ্তারের দুই দিন পরই জামিনে মুক্তি পেয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তাকে বিদেশিদের চাপে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

নুরুল হক নুর বলেন, ‌স্বৈরাচার সরকারের দোসর ও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে যদি মুক্তিই দেবেন তাহলে গ্রেপ্তার কেন করেছিলেন? আবার আপনার জেন্টালম্যান ও সাবেক মন্ত্রী এম এ মান্নানকে কেন গ্রেপ্তার করলেন। কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে পারলেন না। সাবের হোসেন চৌধুরীকে কোনোভাবেই ছাড়া উচিত হয়নি।’

আজ শনিবার (১২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নির্বাচন ব্যবস্থার সংস্কার কেমন চাই’ শীর্ষক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন নুর।

আওয়ামী লীগের সাবেক নেতাদের গ্রেপ্তারের পর ছেড়ে দিলে দলটি আবার ভিন্নভাবে সামনে আসবে জানিয়ে নুর বলেন, ‘আপনারা পক্ষপাত আচরণ করলে বা তাদের গ্রেপ্তার করার পর যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে স্বৈরাচার ফ্যাসিস্ট ওই আওয়ামী লীগ আবারও ভিন্ন রূপে আবির্ভূত হবে। এরকম কিছু হলে আপনারাও চলে যাওয়ার পর অপমান-অপদস্থ হতে হবে।’

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন পুলিশ তাকে আদালতে হাজির করলে পল্টন থানার একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের পরের দিন ছয়টি মামলা থেকে জামিন নিয়ে কারামুক্ত হন তিনি।

Nagad