লা লিগা: হোঁচট খেলো বার্সেলোনা,৪-২ গোলে জয় ওসাসুনার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

ফেবারিটের তকমা নিয়েই ওসাসুনার মাঠে নামে বার্সেলোনা। তবে স্বাগতিকদের পরিকল্পিত আক্রমণে কঠিন পরীক্ষার মুখোমুখি হয় কাতালানরা। ম্যাচের ১৮তম মিনিটে ডেডলক ভাঙে ওসাসুনা। ব্রায়ানের ক্রস থেকে দলকে ১-০ গোলের লিড এনে দেন আন্তে বুদিমির।

অধিকাংশ সময় বল নিজেদের আয়ত্তে রেখেও প্রথমার্ধে গোল না পাওয়ার হতাশায় পুড়তে হয় বার্সাকে। পরে দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ করলেও তারা মাঠ ছাড়ে ৪-২ গোলের বড় হার নিয়ে।

শনিবার(২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওসাসুনার মাঠ এল সদর স্টেডিয়ামে লিগে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নামে বার্সেলোনা।

বিরতির পর খেলার ৫৩ মিনিটে গোলরক্ষকের ভুলে ব্যবধান কমায় বার্সেলোনা। বক্সের বাইরে থেকে পাও ভিক্টোরের নেয়া শট গোলরক্ষকের হাত ছুঁয়ে বল চলে যায় জালে।

ম্যাচের ৭২ মিনিটে, সফল স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল আদায়ের সাথে ওসাসুনাকে আরও একধাপ এগিয়ে নেন বুদিমির। এরপর ৮৫ মিনিটে, বক্সের বাইরে থেকে বল পেয়ে দারুণ শটে স্কোর লাইন ৪-১ করেন আবেল ব্রেতোনেস। অন্যদিকে, খেলার শেষ মুহূর্তে লামিন ইয়ামালের গোলে হারের ব্যবধান কমায় বার্সেলোনা।

এরপর বেশ কয়েকটি বদলি নামান সফরকারী কোচ ফ্লিকে। এরই মাঝে আবার বার্সেলোনার তরুণ ডিফেন্ডার সার্জি দোমিঙ্গেস ফাউল করে ৭২তম মিনিটে পেনাল্টির সুযোগ করে দেন ওসাসুনাকে। সেখান থেকে সফল স্পট কিকে বুদিমির নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন। ৮৫তম মিনিটে আলগা বল পেয়ে বাঁ পায়ের দারুণ বার্সার জালে হালি পূর্ণ করেন ব্রেতোনেস।

Nagad

এই হারে অবশ্য শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে বার্সেলোনা। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। ১৪ পয়েন্ট নিয়ে ওসাসুনা ছয়ে অবস্থান করছে।