আসছে ‘গ্ল্যাডিয়েটর থ্রি’
২৪ বছর পর আসছে সিকুয়াল। রিডলি স্কট তার জনপ্রিয় ও প্রশংসিত গ্ল্যাডিয়েটরের সিকুয়াল আনছেন। অভিনয় করছেন ডেনজেল ওয়াশিংটন, পেদ্রো প্যাসকেল ও পল মেসকাল। এ বছরই মুক্তি পাচ্ছে সিনেমাটি। এ নিয়ে কাজ করতে করতে রিডলি স্কট ভাবছেন সিনেমাটির আরো সিকুয়ালের কথা। অর্থাৎ তিনি নির্মাণ করতে চাচ্ছেন গ্ল্যাডিয়েটর থ্রি। দ্য হলিউড রিপোর্টারের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি হয়তো গ্ল্যাডিয়েটর থ্রি নির্মাণ করব। আমার কাছে একটা গল্পের ধারণা আছে।’
রিডলি আরও জানান, সিনেমাটির পরবর্তী কিস্তির জন্য তিনি অনুপ্রেরণা হিসেবে ‘গডফাদার টু’-কে বেছে নিয়েছেন। তাই তৃতীয় কিস্তিতে তিনি ‘গ্ল্যাডিয়েটর’ ভক্তদের চমকে দেওয়ার মতো আয়োজন রাখবেন। এমনও হতে পারে, এটাই হবে এ সিক্যুয়েলের শেষ সিনেমা।


উল্লেখ্য, হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’। ২০০০ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০৩.২ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছিল। প্রথম কিস্তি মুক্তির ২০ বছর পর সিনেমাটির সিক্যুয়েল আনছেন নির্মাতা রিডলি স্কট।