ফুটসাল বিশ্বকাপ: কোস্টারিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৪

সংগৃহীত ছবি

ফিফা ফুটসাল বিশ্বকাপের শেষ ষোলোয় কোস্টারিকার বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। ৫ গোলের জয়ে নিশ্চিত হলো সেলেসাওদের কোয়ার্টার ফাইনাল। ম্যাচের ৫ মিনিটে মার্সেলের গোলে প্রথম লিড নেয় ব্রাজিল। আসরে এটি তার ৯ম গোল।

‘রাউন্ড অব সিক্সটিনের’ এই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের সেরা তারকা পিটো। মাংসপেশির ইনজুরিতে ম্যাচটিতে নামা হয়নি তার। তবে সেরা তারকাকে ছাড়াই দাপুটে খেলা দেখিয়েছে সাম্বার দেশ।

ম্যাচের প্রথম ৫ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে নেন মার্সেল। চলমান আসরে এটি তার ৯ম গোল। ১২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিলিপে ভ্যালেরিও। ২৮ মিনিটে আরও এক গোল দেন লিয়ান্দো লিনো। জোড়া গোল আসে নেগুইনহোর থেকে।

কোস্টারিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল। সেখানে ইরান বা মরক্কোর মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে তারা। অন্যদিকে, দিনের অন্য ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। কোয়ার্টার ফাইনালে স্পেন ও ভেনেজুয়েলার মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবে তারা।

ছেলেদের ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ৫ বার সোনার কাপটি ঘরে তুলেছে সেলেসাওরা। ফুটসাল বিশ্বকাপেও ব্রাজিলের সমান সংখ্যক শিরোপা। তবে সবশেষ দুই বিশ্বকাপে ফাইনালও খেলতে পারেনি তারা। তাই দেশটির লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা।

Nagad