উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রফতানি করা হচ্ছে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৪

ভারতে ইলিশ উপহার হিসেবে যাচ্ছে না, রফতানি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানিয়েছেন, উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রফতানি করা হচ্ছে। আর রফতানি করলে দাম বাড়বে এটা ঠিক নয়।

তিনি বলেন- ‘ইলিশ রফতানি করা হবে। রফতানির টাকা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না। বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, একটি সিদ্ধান্ত হয়েছে। ওই পাড় থেকে যারা ইলিশ চাচ্ছে, তারাও কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক সমর্থন দিয়েছে। সেটা আমরা সবাই দেখেছি।’

সোমবার (২৩ সেপ্টেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি উপজেলার ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঁইয়া, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সাল, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিরেন।

প্রতিবেশী দেশের সঙ্গে অনেক বিষয়ে আলাপ আলোচনা করতে হবে যেটা ছোট ছোট বিষয়ে বন্ধ হয়ে যাক সেটা এই সরকার চায় না বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

এর আগে গতকাল মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, তিনি ভারতে ইলিশ রফতানির পক্ষে ছিলেন না। তবে দেশটির বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় শেষ পর্যন্ত ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয়। তিনি এখনো দেশের মানুষকে ইলিশ খাওয়ানোর পক্ষে এবং রফতানির বিপক্ষে।

Nagad