ভুরুঙ্গামারীতে ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৪৯ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করেছে ছাত্র জনতা। আটককৃতরা হলেন, উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড়খাটামারী গ্রামের আব্দুল আজিজের ছেলে নুরনবী (৪০) ও শিংঝাড় খাসির ভিটা গ্রামের সামছুল হকের ছেলে শাহ আলম (৪১)। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃত আসামীদেরকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০ ঘটিকার সময় তিন জন লোক ভারতীয় সীমান্ত এলাকা হতে মাদকদ্রব্য নিয়ে বাউসমারী আসার সময় স্থানীয় ছাত্র জনতা দেখতে পেয়ে তাদের ধাওয়া করে মেইন পিলার ৯৫৪এস এর ৫শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়খাটামারী গ্রামের ভোলার মোড় নামক স্থানে মাদককারবারী নুরনবী ও শাহ আলম কে ৪৯ বোতল ফেনসিডিল সহ আটক করে শিংঝাড় বিজিবি‘র নিকট হস্তান্তর করে। এ সময় অপর মাদক কারবারি লাল মিয়া কৌশলে পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা লাল মিয়া সহ উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জানায়।


ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।