মাছ, মাংস, দুধ, রসালো মিষ্টি নেওয়া যাবে না মেট্রোতে

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে কেউ যেন কাঁচাবাজার বা পচনশীল দ্রব্য নিয়ে মেট্রোরেলে উঠে কোচের পরিবেশ নষ্ট না করে, সেজন্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। মেট্রোরেল স্টেশন ও মেট্রোট্রেনে কিছু বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। গত ২৯ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সভায় আলোচনা-পর্যালোচনা শেষে মেট্রোরেলে এসব দ্রব্য সামগ্রী বহন নিষিদ্ধ করতে অনুমোদন দেন।

পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাছ, মাংস, দুধ, রসালো মিষ্টিসহ হিমায়িত সকল প্রকার খাদ্য দ্রব্য যা থেকে পানি পড়ে স্টেশন বা ট্রেন নোংরা হতে পারে এবং গন্ধ ছড়াতে পারে তা মেট্রোতে বহন করা যাবে। একইসঙ্গে সকল প্রকার কাঁচা শাকসবজি, মাছ-মাংস অথবা পানি ঝরছে বা পানি ঝরার সম্ভাবনা আছে এমন কাঁচাবাজারের ব্যাগ, শুটকি মাছের মতো গন্ধ ছড়াতে পারে এমন দ্রব্য যাত্রীরা মেট্রোতে নিতে পারবেন না।

এছাড়া অনাবৃত অবস্থায় সকল প্রকার কৃষি পণ্য এবং প্যাকিং ছাড়া গন্ধ ছড়ায় অথবা বা পানি ঝরার সম্ভাবনা আছে এমন সকল প্রকার ফল; প্যাকেট বিহীন এবং গন্ধ ছড়াতে পারে এমন খাবার নেওয়া যাবেনা।

প্রসঙ্গত এর আগে গণমাধ্যম জানতে চায়-কেউ মাছ-মাংস-সবজি নিয়ে উঠলো কিনা, বিষয়টা কীভাবে যাচাই করবেন— তখন জানায় আমাদের স্টেশনগুলোতে পুলিশ সদস্যরা আছেন, যাত্রী প্রবেশের পথে তারা বিষয়টা দেখবেন। তাদের বিষয়টি বলে দেওয়া হয়েছে। যদি কারো কাছে এই ধরনের পণ্য থাকে, তবে তাকে সেখানে হোল্ড করে দেওয়া হবে।

Nagad