বাংলাদেশ-ভারত ম্যাচ: হাসানের জোড়া আঘাত,রোহিতের পর সাজঘরে গিল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

সংগৃহীত ছবি

টস জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বোলিং নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল, সেটাই প্রমাণ করছে বোলাররা। অধিনায়ক রোহিত শর্মাকে ফেরানোর পর এবার টপঅর্ডার ব্যাটার শুভমান গিলকে ফিরিয়ে দারুণ শুরু করল বাংলাদেশ। দুটো উইকেটই নিয়েছেন পেসার হাসান মাহমুদ। দলীয় ২৮ রানের মাথায় হাসানের বলে ফ্লিক করতে গিয়ে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ তুলে দেন গিল। ৮ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি এই ডানহাতি ব্যাটার।

বল হাতে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই হাসান মাহমুদের স্ট্যাম্প করিডোরে করা বল সজোরে আঘাত হানে অধিনায়ক রোহিত শর্মার প্যাডে। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক শান্ত। তবে, টিভি রিপ্লেতেও আম্পায়ারের সিদ্ধান্তে অনড় থাকেন থার্ড আম্পায়ার।

তবে, তাকে ফেরাতে সময় লাগেনি বাংলাদেশের। দলীয় ১৪ রানের মাথায় হাসান মাহমুদের বলে স্লিপে থাকা অধিনায়ক শান্তর হাতে ক্যাচ দেন রোহিত। সাজঘরে ফেরার আগে করেন ১৯ বলে ৬ রান।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরুর আগে আকাশ কিছুটা মেঘলা। শান্ত জানান এই কন্ডিশনে পেসাররা সুবিধা পাবে তাই বল করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানান, টস জিতলেও তিনিও বোলিং বেছে নিতেন।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারত একাদশ

Nagad

রোহিত শর্মা (অধিনায়ক), জশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।