ছাত্র-জনতা আন্দোলনে হামলা: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা হয়েছে।
নগরীর কোতোয়ালী থানায় শুক্রবার (৬ সেপ্টেম্বর ) বিকালে মামলাটি দায়ের করেন কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও আইনজীবী মো. জাহাঙ্গীর আলম দস্তগীর।


মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী (৩৮), কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিন (৫২), সমীর রঞ্জন নাথ (৪৫), মনোয়ারা বেগম (৪২), শামীমা আক্তার চৌধুরী (৪৭), মোস্তফা মো. ইমরান (৩৮), মনসুরুল আনোয়ার (৫৮), জয়সেন বড়ুয়া (৫০), এম এ সেলিম (৫৫), আবদুস সালাম (৬২), ছোটন দত্ত (৪৫), আবুল কাশেম (৫০), মোক্তার আহাম্মদ লেদু (৪৮), ইলিয়াছ, আবু সৈয়দ, কাজী মহিউদ্দিন (৫০) ও মো. ইয়াকুব (৫০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিতে নিউমার্কেট এলাকায় যান মামলার বাদী জাহাঙ্গীর আলম দস্তগীর। ওইদিন দুপুরে কোতোয়ালী থানার পশ্চিমে বাংলাদেশ ব্যাংকের সামনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে অন্য আসামিরা দস্তগীরকে গুলি করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে জনকে আসামি করা হয়েছে।