‘শহীদি মার্চ’ শুরু, স্লোগানে-স্লোগানে ছাত্র-জনতার প্রবেশ
হাজারো ছাত্রজনতার সম্মেলনে চলছে শহীদি মার্চ পদযাত্রা। রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া পদযাত্রা ইতোমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রবেশ করেছে। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’। এতে লাখো ছাত্র-জনতা এতে অংশ নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এই শহীদি মার্চ শুরু হয়।


এদিকে, বৃহস্পতিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে ‘শহীদী মার্চ’ শুরু হয়। মিছিলটি রাজু ভাষ্কর্য, নীলক্ষেত, সায়েন্সল্যাব, কলাবাগান, সংসদ ভবন, কার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিছিলটি কলাবাগান পার হয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে।
অপরদিকে, রাজবাড়ী, মানিকগঞ্জ, হবিগঞ্জ ও টাঙ্গাইল, চট্টগ্রাম, বরিশাল, পাবনা, নাটোর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, শেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ বেশ কয়েকটি জেলায়ও ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালিত হচ্ছে।
এ সময় তারা বলেন, অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে। আন্দোলনে নিহতের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশেরও দাবি জানান তারা। এক মাসেও তালিকা না হওয়ায় কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেন।