মংলায় তুলার দোকানে আগুন, পথে বসার উপক্রম মন্তাজ গাজীর
মংলার সুন্দরবন ইউনিয়নের চটের হাট বাজারে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত আনুমানিক সাড়ে আটটার সময় মোঃ মনতাজ গাজী নামে এক তুলার ব্যবসায়ীর দোকানে আগুন লেগে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা যায়- রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মমতাজ গাজী নিজের দোকান থেকে পাশের দোকানে চা খাওয়ার জন্য যায় ইতিমধ্যে ১০ মিনিট পার হতে না হতে তার দোকানে আগুনের লেলিহান শিখা দেখে দৌড়ে আসে। অল্প সময়ের মধ্যেই দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায় বাজারে শত শত মানুষ চেষ্টা করলেও মনতাজ গাজী শেষ রক্ষা হয়নি। পুড়ে ছাই হয়ে যায় তার দোকানের তুলা সহ সকল মালামাল।


মমতাজ গাজী বলেন-তার দোকানে প্রায় পাঁচ লক্ষ টাকার মালামাল ছিল। তিনি বলেন আমার তিন লক্ষ টাকা ঋণ রয়েছে পূর্বে ও আমার দোকান আগুনে দুইবার পুড়েছে সব মিলে প্রায় বার লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এমতাঅবস্থায় আমার পথে বসা ছাড়া আর কোন গতান্তর নাই বলে জানান তিনি।
কিভাবে আগুনের সূত্রপাত হল এ বিষয়ে তার কাছে জানতে চাইলে বলেন আমার কিছুই জানা নেই। এ বিষয়ে চটেরহাট পুলিশ ফাড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন- আমি আগুন লাগার সাথে সাথে ঘটনাস্থলে এসে দেখি আগুনে মমতাজ গাজীর দোকানের তুলা সহ সকল মাল পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে চটেরহাট বাজার বণিক সমিতির সভাপতি মোস্তফা কামাল বলেন কেন বারবার আগুনের ঘটনা ঘটছে বিষয়টি আমাদের জানা নেই।এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মমতাজ গাজী বলেন এ মুহূর্তে আমার সরকারি বেসরকারি সহযোগিতা ছাড়া ব্যবসা আর পরিচালনা করা সম্ভব নয়। এ বিষয়ে তিনি সরকারি সহযোগিতা কামনা করেছেন।