সচিবালয়ে কর্মচারীদের মধ্যে আতঙ্ক, ফাঁকা পড়ে আছে মন্ত্রীদের রুম
সরকার পতনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ফাঁকা পড়ে আছে মন্ত্রীদের রুম। রুমের সামনে থেকে সরানো হয়েছে নেমপ্লেট। সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জানা গেছে- হামলার গুজবে মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১২টার আগেই তাড়াহুড়ো করে বের হয়ে যান সবাই।
মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এ চিত্র দেখা গেছে।


সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, গত সপ্তাহেও মন্ত্রীদের রুমগুলো ছিল জাঁকজমকপূর্ণ। মন্ত্রীরা অফিস করলে অধিকাংশ সময় তাদের রুমগুলোতে কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীদের ভিড় থাকতো। আজ রুমগুলো ফাঁকা পড়ে আছে। রুমের সামনে থেকে নেমপ্লেটগুলোও সরানো হয়েছে। সকালে সচিবালয়ে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্ক নিয়ে সচিবালয় প্রবেশ করছেন। সচিবালযে নিরাপত্তাও ছিল ঢিলেঢালা। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও কিছুটা কম ছিল।
সচিবালয় থেকে বের হওয়ার সময় ভূমি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার জন্য সব কর্মকর্তা-কর্মচারীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এরপরই সবাই হুড়াহুড়ি করে বের হতে শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, সচিবালয়ে হামলা হবে— এমন খবরে সবাই বের হয়ে যাচ্ছেন। এটা গুজব নাকি সত্য তা এখন পর্যন্ত জানি না।
খোঁজ নিয়ে জানা যায়, এদিন সচিবালয়ে মাত্র তিনজন সচিব অফিস করেছেন। তবে সচিবদের কোনো নির্দেশনা না থাকায় কর্মচারীরাও কাজে বসতে পারেননি।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার (০৫ আগস্ট) সারাদেশে কারফিউ জারি করে সরকার। কিন্তু ছাত্র-জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসলে দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চেলে যান।