ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৪

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিন করে ওই একই স্থানে এসে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরেেদৗস। উদ্বোধন শেষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সম্পাদক এমদাদুল হক মন্টু, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এফ কে আশিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নে মৎস্য খাত একটি সম্ভবনাময় খাত। বর্ধিত জনগোষ্ঠির প্রাণিজ আমিষের চাহিদা পূরনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র বিমোচন, বৈদেশিক মুদ্রা অর্জন, বেকারত্ব দূরীকরন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দেশের অর্থনীতিতে মৎস্য খাত তাৎপর্যপূর্ন অবদান রেখে চলছে। এ উপজেলায় মাছের উৎপাদন ৪ হাজার ৯শ ১৯ মেঃটন, চাহিদা ৫ হাজার ৭০ মেঃটন। ঘাটতি রয়েছে ১শ ৫১ মেঃটন যা আগামীতে মাঠ পর্যায়ে চাষীদের নিবিড়ভাবে পরামর্শ দিয়ে এবং উন্মুক্ত জলাশয়গুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ঘাটতি পুরনে সক্ষম হবো এজন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য ৩০ জুলাই থেকে ০৫ আগষ্ট পর্যন্ত ৭ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করবে মৎস্য দপ্তর।

Nagad