ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্তে বাংলাদেশীর মরদেহ হস্তান্তর
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীর সোনাহাট সীমান্তে ভারতে মৃত এক বাংলাদেশী নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সন্ধায় সোনাহাট স্থলবন্দরে ভুরুঙ্গামারী থানা পুলিশ ও বিজিবি‘র উপস্থিতিতে মরদেহটি তার আত্মীয়স্বজনের নিকট হস্তান্তর করে ভারতের গোলকগঞ্জ থানা পুলিশ। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রোস্তমনগর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের পুত্র বাবুল মিয়া ভারতের আসাম রাজ্যের ধুবুরী জেলার গোলকগঞ্জ থানার খালিসামারী ছোটগুমা গ্রামে বাসা ভাড়া নিয়ে প্লাস্টিকের ব্যবসা করে আসছিল। গত ২৭ জুলাই বাবুল মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পরলে তাকে ধুবুরী জেলা হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।


পরে ঐ গ্রামের মৃত জুরান আলী সেখের পুত্র আব্দুল লতিফ সেখ তার বাড়ি বাংলাদেশের দিনাজপুর হওয়ায় বাড়িতে খবর দেন এবং গোলকগঞ্জ থানায় অবহিত করার পর ২৯ জুলাই সন্ধ্যা ৭ ঘটিকার সময় গোলকগঞ্জ থানার এএসআই রতন কুমার দাস ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের উপস্থিতিতে মৃত বাবুল মিয়ার মরদেহ ২২ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের আওতাধীন সোনাহাট বিওপির সোনাহাট স্থলবন্দর দিয়ে বাবুল মিয়ার আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করেন ।