রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, জনদুর্ভোগ চরমে
কোটা আন্দোলনের এক দফা দাবি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে- রাজধানীর রামপুরা, বাড্ডা, নতুন বাজার, সায়েন্সল্যাব মোড়সহ সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, নূর মোহাম্মদ কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থীরা। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বেশিরভাগই ইন্টারমিডিয়েট পর্যায়ের শিক্ষার্থীদের দেখা গেছে। অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, দুপুর ১২টা থেকেই তারা অবরোধ করে রেখেছেন। তবে রামপুরায় সকাল ১০ টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।


মঙ্গলবার (১৬জুন) সকাল ১০টার পরপর ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে নামেন। এতে করে এসব সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
এদিকে শিক্ষার্থীদের অবরোধের ফলে রাজধানীর রামপুরা, মেরুল বাড্ডা, বাড্ডা সহ নতুন বাজার মোড়েও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সায়েন্সল্যাব মোড়ে যানজটের সৃষ্টি হয়েছে। জরুরি যানবাহন ছাড়া তারা কোনো যানবাহনকেই যাতায়াত করতে দিচ্ছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সায়েন্সল্যাব মোড়ে ধানমন্ডির সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গেছে। তবে অবরোধকারীদের তারা সরিয়ে দিচ্ছে না।
এছাড়াও জানা গেছে-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে সড়ক অবরোধ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থীরা। রাজধানীর প্রগতির সরণির নতুন বাজার এলাকা অবরোধ করে আন্দোলন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। রাজধানীর মৌচাক মোড়ে সড়ক অবরোধ করেছেন বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর চিটাগাং রোডের শনির আখড়া কাজলা রোডের রাস্তায় কোটা সংস্কার দাবিতে আন্দোলন করছেন দনিয়া কলেজ ও মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা।
দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিল গোলচত্বরে আইডিয়াল ও নটরডেম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এতে সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এছাড়াও কোটা সংস্কারের দাবিতে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর চৌরাস্তা জমজম মোড় অবরোধ করেছেন উত্তরা ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। রাজধানীর বনানী এলাকায় কোটাবিরোধী আন্দোলন করছেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিউবিটির (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি) ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছেন।
এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। পাশাপাশি দেশের প্রতিটি ক্যাম্পাসে একই সময়ে প্রতিবাদ সমাবেশ পালনেরও ঘোষণা দিয়েছে এই সংগঠন।
প্রসঙ্গত, কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।