ভুরুঙ্গামারীতে বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীদের মাঝে ধান বীজ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি পূর্ণবাসন ২০২৪ এর আওতায় বন্যার্তদের মাঝে আমন ধান বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে চাষীদের মাঝে এ ধান বীজ সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার, সদর ইউপির উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও মোস্তাফিজুর রহমান প্রমুখ। উপজেলার ১০টি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার প্রান্তিক চাষীদের মাঝে ৫ কেজি করে বিনা-১১ ও বিনা-১৭ জাতের ধান বীজ দেয়া হয়।