গ্লোবাল ব্রান্ড বাজারে নিয়ে এলো ১৩ জেনারেশনের ল্যাপটপ ও ডেস্কটপ
গ্লোবাল ব্রান্ড প্রাইভেট লিমিটেড-বাজারে নিয়ে এলো ১৩ জেনারেশনের ল্যাপটপ ও ডেস্কটপ। ডেল বাংলাদেশ -এর অফিসিয়াল এই ডিস্ট্রিবিউটর সম্প্রতি দেশের বাজারে নিয়ে এলো ভস্ট্রো ( Vostro) সিরিজের দুইটি নতুন মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ।
বুধবার (৩জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়- ১৪ ও ১৫.৬ ইঞ্চি ডিসপ্লের ফুলএইচডি ডিসপ্লের এই ল্যাপটপ দুইটির মডেল হলো ডেল ভস্ট্রো ৩৪৩০( Dell Vostro 3430) & ডেল ভস্ট্রো ৩৫৩০ (Dell Vostro 3530)। ডেস্কটপ দুটির মডেল হলো ডেল ভস্ট্রো ৩০২০ টাওয়ার আইথ্রি এবং আইফাইফ (Dell Vostro 3020 Tower i3 & i5)।


ইন্টেল ১৩ জেনারেশনের এই ল্যাপটপ ও ডেস্কটপগুলি তে ব্যবহার করা হয়েছে কোর আইথ্রি-১৩০৫ইউ ( Core i3-1305U) সিরিজের প্রসেসর এবং ৮জিবি র্যাম। ডেস্কটপটি কোরআই ফাইভ (core i5) ভেরিএন্টেও পাওয়া যাচ্ছে।
স্টোরেজ এর জন্য থাকছে ২৫৬ ও ৫১২ জিবি এনভিএমই (NVMe) এসএসডি। ১৪ এবং ১৫.৬ ইঞ্চির ফুল এইচ ডি (১৯২০*১০৮০) অ্যান্টি গ্লেয়ার, ন্যারো বর্ডার ডিসপ্লের এই ল্যাপটপ দুটির রিফ্রেশ রেট ৬০ হার্জ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ২৫০ নিটস। ডেক্সটপ গুলিতে থাকছে ১৯.৫ ইঞ্চিরর ডেল- এর ফুল এইচডি মনিটর।
এই ল্যাপটপ এবং ডেস্কটপ এর সাথে থাকছে ৩ বছরের ব্রান্ড ওয়ারেন্টি। উক্ত মডেলের ল্যাপটপ ও ডেস্কটপ পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্রান্ড এর নিজস্ব ওয়েবসাইট, এবং অনুমোদিত সকল ডিলার শপে।