‘ভবিষ্যৎ জব মার্কেটকে মাথায় রেখেই তরুণদের ক্যারিয়ার প্ল্যান করতে হবে’

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৪

ডিইসি বাংলাদেশ ও ডি ইঞ্জিনিয়ার্স ক্লাব (ডিইসি) কর্তৃক আয়োজিত Strategic Career Mapping Based on Future Industry বিষয়ক একটি ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেশন অনুষ্ঠিত হয়েছে। যেখানে বক্তরা বলেছেন-‘ভবিষ্যৎ জব মার্কেটকে মাথায় রেখেই তরুণদের ক্যারিয়ার প্ল্যান করতে হবে’

ডিইসি’র সিনিয়র সদস্য মুন্নি আক্তার এর সঞ্চালনায় – উক্ত সেশনে ট্রেইনার হিসেবে পুরো কার্যক্রম পরিচালনা করেছেন হাইডেলবার্গ মেটেরিয়ালস পিএলসি এর সম্মানিত এইচআর এবং এডমিনিস্ট্রেশন হেড (সিপি) জনাব মিজানুর রহমান। এতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৫ জন প্রফেশনাল ও শিক্ষার্থী অংশগ্রহন করেন।

সেশনের শেষাংশে ডিইসি’র প্রতিষ্ঠাতা জনাব সোমেন কানুনগো – প্রোগ্রামের লার্নিংস গুলো তুলে ধরেন ও প্রশিক্ষককে ধন্যবাদ জ্ঞাপন করেন ও প্রশিক্ষকের হাতে ক্রেষ্ট তুলে দেন। এ সময় সংগঠনের সাবেক সভাপতি সৈকত বিশ্বাংগ্রী উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রশিক্ষণার্থীরা এই সেশনে বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজাত র ও নিজের প্রিপারেশন সম্পর্কে অনেকগুলো দিক নির্দেশনা পান। সেশন শেষে তারা ডিইসির প্রশংসা করেন এবং এধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।