মার্টিনেজের জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৪

গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ রোববার (৩০ জুন) পেরুর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের জোড়া গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। সংগৃহীত ছবি

প্রথম দুই ম্যাচে দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। পেরুর বিপক্ষে বিশ্রামে ছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসিও। তবে জয় পেতে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার। গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ রোববার (৩০ জুন) পেরুর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের জোড়া গোলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ম্যাচে আর্জেন্টিনার দাপট ছিল একচেটিয়া। বল দখলের লড়াইয়ের ৭৪ শতাংশ সময় দাপট দেখিয়েছে তারা। বিপরীতে ম্মাত্র ২৬ শতাংশ বল পেয়েছে পেরু। আক্রমণেও দুই দলের মধ্যে বিস্তর ফারাক। আর্জেন্টিনা ১২ বার শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখে তিনবার জাল খুঁজে নেয়। বিপরীতে ৬টি শট নিয়ে মাত্র ১টি লক্ষ্য রাখতে পারে পেরু।

বিরতির পর অবশ্য আক্ষেপ ঘোচান লাউতারো মার্টিনেজ। এই তারকা দলকে এগিয়ে নেন ৪৭ মিনিটে। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিয়ান্দ্রো পারাদেস। ফলে ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। ৮৬ মিনিটে ঠিকই বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেন মার্টিনেজ। ম্যাচে নিজের দ্বিতীয় গোল করে আর্জেন্টিনাকে এনে দেন ২-০ গোলের জয় এবং পূর্ণ তিন পয়েন্ট। ‘এ’-গ্রুপ থেকে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।