ভূরুঙ্গামারীতে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫৮৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকা থেকে ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।

ফেন্সিডিলগুলো সুপারির বস্তার ভেতর লুকিয়ে দেশের অভ্যন্তরে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এঘটনায় পুলিশ শামীম (২৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, সুপারির বস্তায় ভরে ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ভ্যানে করে আনা কয়েকটি সুপারির বস্তায় বিপুল পরিমাণে ফেনসিডিল পাওয়া যায়। এসময় শামীম (২৯) নামের একজনকে আটক করা হয়।

আটক যুবক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভূলতা ইউনিয়নের মৃত তাইজুল ইসলামের ছেলে বলে
জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হবে। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে।

Nagad