মেসি-মার্টিনেজের গোলে আর্জেন্টিনার বড় জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২৪

কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে নিজেদের শেষ ম‍্যাচে জয় পেল আর্জেন্টিনা। এদিকে লিওনেল মেসির ফিটনেস নিয়ে কথা হয়েছিল ইকুয়েডরের বিপক্ষে ডেডলক ভাঙতে পারেননি দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় খেলেও। এর মধ্যে কোপার আগে ঠিকই নিজের চেনা ছন্দে ফিরে এলেন আর্জেন্টাইন এই মহাতারকা। লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেসের জোড়া গোলে উড়িয়ে দিল শক্তিতে অনেক পিছিয়ে থাকা গুয়াতেমালাকে।

ওয়াশিংটনে শনিবার (১৫জুন) প্রথম মিনিট থেকে মেসিকে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ লিওনেল স্কালোনি। এর ফলে বড় জয়ে সুফলও পেয়েছেন আর্জেন্টাইন কোচ। মেসির প্রথম একাদশে ফেরার ম্যাচে শুরু থেকেই পজেশন ধরে রেখে আক্রমণকে পাখির চোখ করে আর্জেন্টিনা।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে নেয় আর্জেন্টিনা। তাদের দাপুটে ফুটবলের কারণে বলের কাছে আসতেও কষ্ট করতে হচ্ছিল গুয়াতেমালাকে। আকস্মিকভাবে দুই একবার প্রতি-আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও আর্জেন্টিনার দুর্দান্ত প্রেসিংয়ে নিষ্ক্রিয় পড়ছিল সেসব আক্রমণ। শেষ পর্যন্ত মেসি-মার্তিনেজ জুটির সমন্বয় থেকে আসে আর্জেন্টিনার তৃতীয় গোলটি। ম্যাচের ৬৮তম মিনিটে মেসির সহায়তা থেকে গোল করেন মার্তিনেজ।

খেলার ৭৭তম মিনিটে ফের মেসি জাদু। দারুণ এক আক্রমণে আনহেল দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে ট্রেডমার্ক চিপে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান মেসি। ৪-১ গোলের এ ব্যবধান নিয়েই শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আর্জেন্টিনা।

আগামী ২১ জুন কানাডার বিপক্ষে কোপা আমেরিকায় আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

Nagad