৩৯ বছর পর নির্বাচন, ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে হাড্ডাহাড্ডি লড়াই

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ প্রতিনিধি:
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুন ১, ২০২৪

ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ৩৯ বছর পর। আজ শনিবার (১জুন) প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো ভোট চলছে । জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে । দ্বি-বার্ষিক এ নির্বাচনে ভোট দিতে পেরে জেলার ব্যবসায়ীরা খুশি । ২০১৫ সালে পর থেকে ব্যবসায়ীদের অর্ন্তদ্বন্দ থাকার কারণে প্রশাসক নিয়োগ করে জেলা প্রশাসন ।

ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর জেলার ব্যবসায়ীদের প্রথম ভোট । তাও আবার দীর্ঘ ৩৯ বছর পর । ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কখনই এর আগে ভোটের মাধ্যমে কমিটি গঠন হয়নি । সবসময় সিলেকশনের মাধ্যমেই কমিটি গঠন হয়ে এসেছে । এভাবে চলমান প্রক্রিয়ায় মাঝে ২০১৫ সালে ব্যবসায়ীদের দ্বন্দ্বের কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে প্রশাসক নিয়োগ করতে বাধ্য হয় জেলা প্রশাসন । তারপর থেকে দীর্ঘ প্রায় ৮ বছর বন্ধ ছিল কমিটি গঠন ।

নির্বাচনে দুটি শক্তিশালী ব্যবসায়ী প্যানেল “সম্মিলিত ব্যবসায়ী পরিষদ” ও “ব্যবসায়ী ঐক্য পরিষদ” নামে নির্বাচনে অংশগ্রহণ করছে । সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন চেম্বারের প্রাক্তন সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, । অন্যদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সভাপতি খোন্দকার সাখাওয়াৎ হোসেন । তারা দুই পক্ষই ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছে । নির্বাচন হচ্ছে মূলত দুই গ্রুপ অর্ডিনারী গ্রুপ ও এ্যাসেসিয়েট গ্রুপে । সেখানে ১৭টি পদ রয়েছে । তাতে প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৭ জন । দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সাধারণ ভোটররা খুবই খুশি ।

সাধারণ ভোটার ও প্রার্থী আতিকুল হাসান মাসুম জানান, ভোট হওয়ায় আমরা খুশী । গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যাকে সবাই পছন্দ করবে সেই নির্বাচিত হবে ।

ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা ও সাবেক সভাপতি খোন্দকার সাখাওয়াৎ হোসেন জানান, ভোট গণতান্ত্রিক অধিকার । এর মাধ্যমে অবশ্যই ভালো নেতৃত্ব তৈরি হবে । জয়ের ব্যাপারে তিনি আশাবাদী ।

সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতা ও সাবেক সভাপতি সাইদুল করিম মিন্টু জানান, আমরা জেলায় তরুণ উদ্যোক্তা তৈরি করতে চাই । দীর্ঘ দিনপর ভোট হচ্ছে । জয়ের ব্যাপারে তিনি আশাবাদী ।

Nagad

প্রিজাইডিং অফিসার প্রফুল্ল কুণ্ডু জানান, নির্বাচনের পরিবেশ ভালো । অর্ডিনারী গ্রুপ ও এ্যাসোসিয়েট গ্রুপে ভোট গ্রহণ চলছে । তিনি আরো বলেন, অর্ডিনারী গ্রুপের ভোটার সংখ্যা ২০৮ জন ও এ্যাসোসিয়েট গ্রুপে ভোটার সংখ্যা ১৪১ জন ভোট প্রদান করবেন । সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে ।