প্রায় দুই ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সকাল থেকেই বৃষ্টির কবলে পড়েছে রাজধানী ঢাকা। বৈরী আবহাওয়া থাকলেও নির্দিষ্ট সময়ে অফিসগামী ও স্কুলগামীদের সকাল থেকেই চাপ ছিল। সব মিলিয়ে বৈরী আবহাওয়ার কারণে সোমবার (২৭ মে) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। এতে বিপাকে পড়েন যাত্রীরা। প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৭মে) সকাল ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেন।
মেট্রোরেল সূত্র জানায়, মেট্রোরেল চলার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়। তাই সোমবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত মেট্রোরেলে যাত্রী পরিবহন বন্ধ ছিল।
এর আগে গত শনিবার (২৫ মে) সিগন্যালিং সিস্টেম ফেল করায় ১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।
শনিবার (২৭ মে) সকাল ৭টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। এ সময় স্টেশনগুলোতে অফিসগামী মানুষের ভিড় জমে যায়।