ইরানের প্রেসিডেন্ট রাইসি’র মৃত্যুতে বিএনপি’র শোক
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি’র মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ ২২ মে বুধবার ইরান দূতাবাসে গিয়ে শোক বইতে সাক্ষর করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন, তখনই তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়।
বিএনপি’র মহাসচিব বলেন, প্রেসিডেন্টের পরিবার আত্মীয়স্বজনসহ ইরানের জনগণ যেনো এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেটাই কাম্য।