বেসামরিক অর্থনীতিবিদকে প্রতিরক্ষামন্ত্রী বানালেন পুতিন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২৪

প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ নিয়ে আবারও চমক দেখালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পঞ্চম মেয়াদের শুরুতেই সিভিল ইঞ্জিনিয়ার শোইগুকে সরিয়ে এবার বেসামরিক অর্থনীতিবিদ বেলুসভকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছেন পুতিন।

ইউক্রেন যুদ্ধে বিশেষ ভূমিকা পালনকারী সের্গেই শোইগুর (৬৮) বদলে নতুন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক উপ-প্রধানমন্ত্রী ও অর্থনীতি বিশেষজ্ঞ আন্দ্রেই বেলুসভকে (৬৫)। খবর রয়টার্স’র।

পুতিন যুক্তি দিয়েছেন, প্রতিরক্ষা বাজেটের সদ্ব্যবহার ও ইউক্রেন যুদ্ধ জেতার জন্য উদ্ভাবনী মানসিকতার একজন অর্থনীতিবিদের প্রয়োজন।

রুশ পার্লামেন্টের নীতি অনুযায়ী, সরকারের মেয়াদ শেষে মন্ত্রীসভার সব সদস্য পদত্যাগ করেন।

রয়টার্স বলছে, পুতিনের এসব পরিবর্তন রাশিয়ার পার্লামেন্ট নিশ্চিতভাবেই অনুমোদন করবে। প্রতিবেশী ইউক্রেইনে হাজার হাজার সেনা পাঠানোর পর থেকে সামরিক কমান্ডে এটিই পুতিনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন।

রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী অর্থনীতি বিশেষজ্ঞ, সাবেক উপপ্রধানমন্ত্রী আন্দ্রি বেলুসোভ (৬৫) । সংগৃহীত ছবি

২০১২ সাল থেকে প্রতিরক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন শোইগু। তিনি পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র হিসেবে পরিচিত। নতুন দায়িত্ব হিসেবে তিনি রাশিয়ার ক্ষমতাবান নিরাপত্তা কাউন্সিলের সচিবের দায়িত্ব পালন করবেন।

Nagad

ক্রেমলিন জানিয়েছে, বর্তমান সচিব নিকোলাই পাত্রুসেভের স্থলাভিষিক্ত হবেন তিনি। পাশাপাশি, শোইগু সামরিক-শিল্প কমপ্লেক্সেরও দায়িত্ব পালন করবেন। পাত্রুসেভকেও নতুন দায়িত্ব দেওয়া হবে। তবে তার নতুন পদ ও দায়িত্ব সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

২০২২ এর ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযান শুরুর পর এটাই পুতিনের মন্ত্রীসভায় সবচেয়ে বড় পরিবর্তন। এই উদ্যোগ দেশটির পার্লামেন্টের অনুমোদনের পর বাস্তবায়িত হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া এখন ৮০’র দশকের সোভিয়েত ইউনিয়নের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সামরিক খাতের ব্যয়ের সঙ্গে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমন্বয় প্রয়োজন। এ কারণেই পুতিন চেয়েছেন একজন বেসামরিক অর্থনীতিবিদ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করুক।

খারকিভে নতুন স্থল অভিযান শুরু করেছে রাশিয়াখারকিভে নতুন স্থল অভিযান শুরু করেছে রাশিয়া
সাবেক অর্থমন্ত্রী বেলুসভ পুতিনের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম। পুতিনের মতো তিনিও বিশ্বাস করেন রাশিয়াকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা প্রয়োজন। তিনি পুতিনের শীর্ষ আমলাদের সঙ্গে কাজ করেছেন এবং নতুন চিন্তাধারা ও উদ্ভাবনী মানসিকতা নিয়ে বিশেষ আগ্রহী। এছাড়াও রুশ ড্রোন প্রকল্পে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

৬৮ বছর বয়সী শোইগু ২০১২ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর টানা ধরনের টানাপোড়েনের মধ্যে দিতে যেতে হলেও শোইগু বেশ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ওয়াগনার বাহিনীর বিদ্রোহকে কৌশলের সাথে সামাল দিয়েছিলেন। যুদ্ধের পরিচালনায় শীর্ষ সেনা কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সার্গেই শোইগু।