যুব সমাজকে আত্মনির্ভর, দক্ষ নাগরিক হতে হবে: ডা. বিদ্যুৎ বড়ুয়া
জরুরি জানিয়ে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়য়ের উপ- পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন- যুব সমাজকে আত্মনির্ভর, দক্ষ নাগরিক হতে হবে। জন-প্রত্যাশিত মানবিক সমাজ গড়তে তরুণদের সুন্দর মননশীলতায়, নিষ্ঠার সাথে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১০ মে) নগরীর চান্দগাঁও শমসের পাড়ার সামাজিক সংগঠন জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদ’র উদ্যোগে বিনামূল্যে ১০০ শিশুর খতনা ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিনামূল্যে ১০০ শিশুর খতনা ক্যাম্প অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তাইমুম ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।
হাজী চাঁদ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানে গেস্ট অফ অনার ছিলেন বেওয়ারিশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শওকত হোসেন (পিনি পএম)। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আলম- গীর।
বিশেষ অতিথি ছিলেন এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, জাহাঙ্গীর স্মৃতি যুব সংসদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজ, শিক্ষা সম্পাদক শরিফুল আলম ইমন, সহ অর্থ সম্পাদক আলিফ, তথ্য ও যোগাযোগ সম্পাদক মো. এরশাদ, সহ, তথ্য যোগাযোগ সম্পাদক মোহাম্মদ রুবাইয়েদ। খতনা ক্যাম্পেইনে সহযোগিতা করেন, মিরেরহাট খতনা সেন্টার এর প্রধান চিকিৎসক ডা. মোহাম্মদ তারেক এবং তার সহযোগীরা।