সব বাধা পেরিয়ে যাচ্ছে রিয়াল, সেল্টা ভিগোকে ৪-০ হারাল রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের পথে ধীরে ধীরে সব বাধা পেরিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলটির সঙ্গে ব্যবধান নিয়ে যাচ্ছে অনেক দূর। যাতে নির্বিঘ্নেই লা লিগা জিততে পারে, সেটাই নিশ্চিত করতে চাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।
রবিবার রাতে ঘরের মাঠে সেল্টা ভিগোকে আতিথেয়তা দিলো তারা একহালি গোল দিয়ে। ৪-০ গোলের বড় জয়ে টেবিলে ৭ পয়েন্টের ব্যবধান তৈরি করলো রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬৯। সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৬২, বার্সেলোনার পয়েন্ট ৬১।


ম্যাচের পর ভিনিসিয়ুস বলেন, ‘আমি খুব খুশি যে, নিজের সর্বোচ্চ চেষ্টাটা করতে পেরেছি। এটা একটা দারুণ ম্যাচ ছিল। এভাবেই এগিয়ে যেতে চাই। আশা করি ইনজুরি মুক্ত থেকে।’