তামিম ও মায়ার্স ঝড়: চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে বরিশাল
চলতি বিপিএলে নানা সমীকরণের বেড়াজাল পেরিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল। এলিমিনেটর পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে তামিম-মিরাজ। বন্দরনগরীর দলটিকেসাত উইকেটে উড়িয়ে দিয়ে কোয়ালিফাইয়ার নিশ্চিত করেছে বরিশাল।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বরিশাল। প্রথমে ব্যাটিংয়ে নেমে বরিশালকে ১৩৬ রানের সহজ লক্ষ্য দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে সাত উইকেট এবং ৩১ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। এতে চট্টগ্রামের বিদায়ে কোয়ালিফাইয়ার নিশ্চিত হয় বরিশালের।


রান তাড়ায় ইনিংসের শুরুতেই উইকেট হারান ওপেনার সৌম্য সরকার। দুই বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। দলীয় ২ রানে প্রথম উইকেট পতনের পর দলের হাল ধরেন তামিম ইকবাল ও কাইল মায়ার্স। দ্বিতীয় উইকেটে তারা ৯৮ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান।
ইনিংস ওপেন করতে নেমে শেষ পর্যন্ত খেলেন অধিনায়ক তামিম ইকবাল। তিনি ৪৩ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।