রিয়ালের কাছে রীতিমত উড়ে গেছে জিরোনা
ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগোদের কাছে রীতিমত উড়ে গেছে জিরোনা। হেরেছে ৪-০ গোলের ব্যবধানে।
লা-লিগায় বড় ম্যাচে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে মাঠে নেমেছিল এবারের মৌসুমের শিরোপা প্রত্যাশী এই দুই দল রিয়াল মাদ্রিদ এবং জিরোনা। দীর্ঘ সময় ধরেই রিয়ালের সঙ্গে টেক্কা দিয়ে শিরোপা দৌড়ে লড়ছিল জিরোনা। পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে থাকা এই দুইটি দলই কাল মাঠে নেমেছিল শীর্ষস্থান নিশ্চিতের যুদ্ধে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসদের কাছে পাত্তাই পায়নি জিরোনা।


জিরোনার বিপক্ষে এই জয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে রিয়াল। ২৪ ম্যাচ শেষে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট এখন ৬১, আর সমান ম্যাচে জিরোনার পয়েন্ট ৫৬।
এবারের মৌসুমে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম্যান্স করে আসছে জিরোনা। গতকালের ম্যাচের আগে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল দলটি। তবে ভিনিসিয়ুস, বেলিংহাম, রদ্রিগোদের ঝড়ে মৌসুমে দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে দলটি। জিরোনার প্রথম হারটিও ছিল রিয়ালের বিপক্ষেই।
জিরোনার বিপক্ষে ম্যাচে কাল একপেশে আধিপত্য বজায় রেখেছিল রিয়াল। প্রতিপক্ষের গোলমুখে ১৬টি শট নিয়ে ৬টিই লক্ষ্যে রেখেছিল লস ব্লাঙ্কোসরা। ওদিকে জিরোনা শটই নিতে পেরেছে ৫টি যার একটিও ছিল না লক্ষ্যে।