ইংলিশ প্রিমিয়ার লিগ: লিভারপুলকে হারিয়ে ব্যবধান কমালো আর্সেনাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের রাজত্ব অনেকদিনই ধরে রেখেছে লিভারপুল। অলরেডদের থেকে পয়েন্ট ব্যবধানে অনেকটুকু পিছিয়েও ছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। অবশেষে শীর্ষে থাকা লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে আর্সেনাল। তবে শীর্ষেই থেকে গেছে লিভারপুল।

এর আগে টেবিলের দুইয়ে ও তিনে থাকা ম্যানসসিটি ও আর্সেনাল থেকে ৫ পয়েন্ট এগিয়ে ছিল লিভারপুল। এই ম্যাচে যাওয়ার কারণে লিভারপুলের পয়েন্ট ৫১ ই থাকলো। আর আর্সেনালের পয়েন্ট হয়ে গেছে ৪৯।

ম্যাচের ১৪তম মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন বুকায়া সাকা। লিড নিয়েই প্রথমার্ধ শেষ করতে পারতো তারা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গ্যাব্রিয়েলের আত্মঘাতী গোলে সমতায় ফেরে লিভারপুল।

দ্বিতীয়ার্ধে অবশ্য কোনো ভুল করেনি গার্নাসরা। ম্যাচের ৬৭ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। আর নির্ধারিত সময়ের পর অতিরিক্ত দুই মিনিটে অলরেডসদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লেয়ান্দ্রো ত্রোসার্দ। এতে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

আর্সেনালের কাছে হারলেও এখনো পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫১। ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। আর দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। নিজেদের পরের দুই ম্যাচ জিতলেই শীর্ষে উঠে যাবে পেপ গার্দিওলার দল।

Nagad