‘সরকারের নানা পদক্ষেপের ফলে ইসলাম চর্চার ক্ষেত্র প্রসারিত হয়েছে’
চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার বার্ষিক সভায় অধ্যাপক মাওলানা সিরাজুল আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি বলেন, বাংলাদেশে ইসলামের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কাজ করেছে, তা অন্য কোনো সরকার করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের জেলা-উপজেলায় সরকারিভাবে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছেন।
তিনি বলেন-জাতির পিতার কন্যা দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে মাদ্রাসার ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা বর্তমানে মাদ্রাসার ছাত্ররা তথ্যপ্রযুক্তিতে এগিয়ে গিয়েছে। এখন গ্রামের মাদ্রাসাগুলোতেও আধুনিক কম্পিউটার ল্যাব সহ নানা সুযোগ সুবিধা রয়েছে। সামনের দিনে এসব সুবিধা আরও বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছেন, যেন মাদ্রাসা শিক্ষার্থীরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে সমানভাবে এগিয়ে যেতে পারে।


তিনি আরো বলেন, যারা কেবল মানুষের সমালোচনা করতে পারে কিন্তু ইসলামের জন্য কোনো কাজ করে না, তাদের অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইসলামের লেবাস ধরে যারা ইসলাম ও দেশের ক্ষতি করতে চায়, তাদের বিষয়ে সদা সতর্ক থাকতে হবে।
মাওলানা জিয়াউল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, ইসমাইল মানিক,
মাওলানা মাহমুদুল হক, ডঃ এনামুর হক, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ, ফিরোজ কামাল, নুরুন নবী, এরশাদুর রহমান রিয়াদ সহ প্রমুখ।