চট্টগ্রামে বিতর্ক প্রতিযোগিতা, ১৪টি বিশ্ববিদ্যালয়ের ১৬টি দলের অংশগ্রহণ

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক সূচকের ইতিবাচক উন্নতি প্রভৃতি ক্ষেত্রে তরুণ প্রজন্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতায় বিশ্বের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করেছে সৎ ও যোগ্য তরুণ নেতৃত্বের উপর।

ভবিষ্যতে কেমন বাংলাদেশ চাই, দেশ নিয়ে তরুণদের ভাবনা রাজনৈতিক মহলের কাছে পৌঁছে দিতে দৃষ্টি চট্টগ্রাম ও মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের আয়োজনে ‘আমিও জিততে চাই’ শীর্ষক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর নাসিরাবাদস্থ চট্টগ্রাম সাইনশাইন কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।

অনুষ্ঠানে অতিথি ছিলেন দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর রিজিওনাল প্রধান মোহাম্মদ সদরুল আমিন, সিনিয়র রিজিওনাল কো-র্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান, ইলেক্টোরাল প্রোগ্রাম অ্যাসোসিয়েট তামান্না আহমেদ বহ্নী ও বিকাশ এর ভাইস প্রেসিডেন্ট অজয় কর। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাবের শাহ, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম সম্পাদক কাজী আরফাত, রিদোয়ান আলম আদনান, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, দপ্তর সম্পাদক তানভীর আল জাবের ও বিতর্ক সম্পাদক হোসাইন সামী।

ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, বিতর্ক হলো যে কোনো বিষয়কে কতটা ভালো, কতটা উপকারী এসব বিষয়ে জানা এবং বিশেষণ করা। বিতর্ক চর্চা মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে। সুনাগরিকরাই সুশাসন প্রতিষ্ঠা করতে প্রত্যয়ী হয়। যার কারণে সুন্দর রাষ্ট্র গঠন করা যাবে।

২ দিনব্যাপি এই প্রতিযোগিতায় চট্টগ্রামের ১৪টি বিশ্ববিদ্যালয়ের ১৬টি দল অংশগ্রহণ করছে।

Nagad