মুন্সীগঞ্জে অটোরিকশাচালক হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশা ছিনিয়ে নিয়ে চালক আশরাফুল ইসলামকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া খালাস দেওয়া হয়েছে দুইজনকে।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক ইয়াসমিন ওর্মি এ রায় ঘোষণা করেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- রুবেল ইসলাম নয়ন, মোহাম্মদ রাজেল, আকরাম মোল্লা ও হাসান শেখ। এছাড়া তিন আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত আসামি ইমরান হোসেন তোফাজ্জল ও সবুজ শেখকে খালাস দেন আদালত।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরের বাঘরা এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা যাত্রী হয়ে আশরাফ ইসলামের অটোরিকশায় ওঠে। পরে লৌহজংযের গোয়ালী মান্দ্রার নির্জন এলাকায় নিয়ে তাকে গলা কেটে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় তারা। মৃত্যুর আগে মাটিতে হত্যাকারীদের নাম লিখে রাখেন আশরাফ।
পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফ। এ ঘটনায় তার বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে লৌহজং থানায় হত্যা মামলা করেন।
এ রায়ে মামলার বাদী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।