ভূরুঙ্গামারীতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিলের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশিষ্ট সমাজসেবক, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ডাঃ আব্দুল জলিল সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি প্রায় দীর্ঘ ৪০ বছর যাবত সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন।
২১ জানুয়ারি ২০২৪ রবিবার রাত ৩:৩০ মিনিটে রংপুর প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।


পারিবারিক সুত্রে জানা যায়, রোববার বাদ আছর ভূরুঙ্গামারী সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
তার প্রয়াণে কুড়িগ্রাম জেলা ও উপজেলার সাংবাদিকগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করছেন।
তার মৃত্যুতে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা এবং মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়েছে।