স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের উদ্যোগে হাফিজি মাদ্রাসায় শীতের কম্বল বিতরণ
ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিচু আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল স্বপ্ন পূরণ ফাউন্ডেশন।
সম্প্রতি স্বপ্ন পূরণ ফাউন্ডেশন- এর ১ বছর পূর্তি ছিল । ১ম বর্ষ পূর্তি উপলক্ষ নিয়ে এবার উত্তরায় মোহাম্মদী হাফিজি মাদ্রাসায় অসহায় ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশন এর প্রধান উদ্যোক্তা নিগার সুলতানা।


শীতবস্ত্র বিতরণ কালে মাদ্রাসায় বাচ্চাদের উদ্দেশে নিগার সুলতানা বলেন, তোমরা আমার ঘরের সন্তানের মতোই। এই শীতে তোমরা বাচ্চারা অমানবিক কষ্ট করবে তা মেনে নেয়া যায় না। তোমারা কোরআন এর পাখি দের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে তোমাদের পাশে দাঁড়াতে।
সারাদিন. ১৫ জানুয়ারি.