‘ব্যবস্থা নেবো, কেউ যেন মানুষ পুড়িয়ে হত্যা করা করতে সাহস না পায়’
বিএনপির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা যতই চিৎকার করুক তাদের কথায় জনগণ সাড়া দেয়নি। যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো, যাতে ভবিষ্যতে আর কেউ যেন মানুষ পুড়িয়ে হত্যা করা বা এ ধরনের জঘন্য কাজ করতে সাহস না পায়’।
আজ রবিবার (১৪ জানুয়ারি) বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন হলো মানুষ পুড়িয়ে মারা। তারা জানে জ্বালাও পোড়াও। জীবন্ত মানুষ গুলোকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারা। বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, ২০১৩, ২০১৪, ২০১৫ সালে যা করেছে এখন আবার তা শুরু করেছে।
এই নির্বাচন ঠেকাও আন্দোলন করতে গিয়ে ট্রেনে আগুন দিয়ে মা সন্তানকে পুড়েয়ে মেরেছে। এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না।’
‘কারো মন্তব্যে কখনো ঘাবড়ানো যাবে না’ উল্লেখ করে প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের আত্মবিশ্বাস নিয়ে সব সময় এগিয়ে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি, গত ১৫ বছরে বাংলাদেশ এতদূর এগিয়ে যাবে।’
যেকোনো প্রকল্প হাতে নেওয়ার আগে সেই প্রকল্প থেকে রিটার্ন কী হবে, তা বিবেচনা করে প্রকল্প বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।