আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইয়েমেনে হামলা নিয়ে কী বলছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ও হুতিরা
ইয়েমেনের কয়েকটি শহরে শুক্রবার ভোরে হামলা হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির হুতি বিদ্রোহীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা এ কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতি বিদ্রোহীদের ব্যবহৃত এলাকাগুলোতে হামলা চালিয়েছে। হুতি কর্মকর্তা আবদুল কাদের আল-মোরতাদা এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘মার্কিন-জায়নবাদী-ব্রিটিশ আগ্রাসনকারীরা ইয়েমেনের রাজধানী সানা, হোদেইদাহ গভর্নরেট, সাদা ও ধামারে হামলা চালিয়েছে।’হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বাইডেন বলেন, লোহিত সাগরে আন্তর্জাতিক সমুদ্রসীমায় চলাচলকারী জাহাজের ওপর হুতিদের হামলার জবাবে এসব হামলা চালানো হয়েছে। সূত্র: প্রথম আলো


তাইওয়ানের নির্বাচন কাল
সঠিক নেতা বেছে নিতে সতর্ক করে দিল চীন
চীনা কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার তাইওয়ানের ভোটারদের ‘সঠিক নেতা’ বেছে নেওয়ার জন্য সতর্ক করে দিয়েছে। স্বশাসিত দ্বীপ তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রেসিডেন্ট প্রার্থী লাই চিং-তেকে বেইজিং মহা বিপজ্জনক নেতা হিসেবে আখ্যা দিয়েছে। এর প্রতিক্রিয়ায় আবার তাইওয়ানের নির্বাচনে গণ্ডগোল পাকাতে চীনকে নিষেধ করেছেন দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ। তাইওয়ানে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্ট বেছে নেবে দ্বীপবাসী। এদিন স্বশাসিত দ্বীপটির পার্লামেন্ট নির্বাচনও হবে। এই নির্বাচন ঘিরে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা চলছে। নির্বাচন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে চীন। কারণ চীনের সঙ্গে দ্বীপটির ভবিষৎ কী দাঁড়াবে তা এর পরবর্তী নেতার ওপর অনেকটাই নির্ভর করছে। তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন অংশ বলে মনে করে চীন। দ্বীপটিকে নিজেদের অধিকারে আনতে প্রয়োজনে বল প্রয়োগেও পিছপা হবে না বলে বারবারই জানিয়েছে বেইজিং। তাইওয়ানের বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং ক্ষমতাসীন দল ডিপিপির প্রেসিডেন্ট প্রার্থী লাই চিং-তে নিজেকে দ্বীপের ‘গণতন্ত্রের রক্ষাকর্তা’ হিসেবে তুলে ধরেছেন। তিনি অতীতে স্বাধীনতা নিয়ে কথা বলায় চীনের রোষানলে পড়েছিলেন। সূত্র: কালের কণ্ঠ
গার্ডিয়ানের বিশ্লেষণ
লোহিত সাগরে হুতিদের হামলা কি পশ্চিমারা ঠেকাতে পারবে
এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ আরও ১০ দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাফ বলে দিয়েছে, তারা যদি দক্ষিণ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আবারও হামলা চালায়, তবে তার ‘পরিণতি ভোগ’ করতে হবে। ছয় দিনের সংক্ষিপ্ত বিরতি দিয়ে হুতিরা গত মঙ্গলবার রাতে আবার হামলা শুরু করেছে। ১৮টি ড্রোন ও ৩টি ক্ষেপণাস্ত্র ১৮ মাইল প্রশস্ত বাব এল-মান্দেব প্রণালি ও এর আশপাশে যুদ্ধজাহাজের একটি বহরকে লক্ষ্যবস্তু করে ছোড়া হয়। বাব এল-মান্দেবের ওই এলাকা লোহিত সাগরে হুতিনিয়ন্ত্রিত ইয়েমেনের সবচেয়ে কাছে। ব্রিটিশদের ভাষ্য, ড্রোনগুলো ছিল ইরানের নকশা করা। যদিও ওই সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে, তবে এ ভয়াবহ হামলা পশ্চিমা রাজনীতিতে আঁচড় কেটেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বাহরাইন সফরকালে গত বুধবার বলেন, ‘যদি এমনটা গতকালের (মঙ্গলবারের হামলা) মতো চলতে থাকে, তাহলে এর পরিণতি ভোগ করতে হবে।’ অন্যদিকে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস বলেন, ‘এই স্থান (লোহিত সাগরে হামলা) নজরে রাখুন’। সতর্কতা উচ্চারণ করে ব্রিটিশ এ মন্ত্রী বলেছেন, এমন পরিস্থিতি চলতে দেওয়া যেতে পারে না। গাজায় হামাসের সমর্থনে গত বছরের অক্টোবরের মাঝামাঝিতে সুয়েজ খালের দক্ষিণ অংশ দিয়ে যাতায়াত করা বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা। এ হামলা ‘আত্মপ্রচার’ হিসেবে শুরু করা হলেও পরে তা অন্য কিছুতে রূপ নিয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। মার্কিন নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, বিষয়টি নিয়ে ওয়াশিংটন থেকে প্রতিশোধ নেওয়ার দৃঢ় প্রয়াসের কথা তত জোরেশোরে উচ্চারিত হচ্ছে। যুক্তরাজ্য ও অন্য মিত্রদের তারা পাশে নিয়ে আসছে। মঙ্গলবার রাতের আগে মোট ৬১টি ড্রোন ছুড়ে ২৫টি হামলা চালানো হয়েছে। কিন্তু ওই দিন সন্ধ্যার আগে ১৮টি শাহেদ-১৩৬ ক্ষেপণাস্ত্র সরাসরি রণতরী লক্ষ্য করে ছোড়া হয়েছিল মনে করা হচ্ছে। রয়্যাল নেভির রণতরী এইচএমএস রিচমন্ড সাতটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করে। শ্যাপস সাংবাদিকদের বলেন, এ রণতরীই হয়তো ‘সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল’। সূত্র: বিডি প্রতিদিন।
পাকিস্তানে একই পরিবারের ১১ জনের লাশ উদ্ধার
পাকিস্তানে একই পরিবারের ১১ জনের লাশ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে ৬ জনই শিশু। পারিবারিক বিবাদের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।বুধবার চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে দেশটির খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায়। খবর দ্য ডনের। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াতের শেখ নিয়াজি কুর্না তখতিখেল এলাকায় নাবালক শিশুসহ একই পরিবারের ১১ সদস্যকে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
একজন পুলিশ কর্মকর্তা ডনকে বলেন, দুই ভাই, তাদের দুই স্ত্রী এবং তাদের ছয় শিশুসন্তানসহ নিহতদের দুই-তিন দিন আগে বিষপ্রয়োগ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, নিহতদের মধ্যে সরদরাজের ছেলে সরদরাজ তাবেদার, তার স্ত্রী সওদানা বিবি, মেয়ে মুজলেফা ও বসরিনা বিবি এবং ছেলে আল্লাহ নূর ও আবদুল রহিম, পাশাপাশি সরদরাজের আরেক ছেলে আমালদার, তার স্ত্রী গুলদানা, ছেলে আমিরুল্লাহ এবং নাইফা ও নূরবানা নামে মেয়েরাও রয়েছেন। সূত্র: যুগান্তর
যুক্তরাষ্ট্রকে সংযত থাকার আহ্বান সৌদি আরবের
ইয়েমেনে হুতিদের ওপর হামলা
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় দেশ দুটিকে ‘চরম মূল্য’ দিতে হবে হুঁশিয়ারি দিয়েছে হুতি। হামলা-পাল্টা হামলার আশঙ্কায় লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তায় মধ্য প্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব উদ্বেগ প্রকাশ করেছে।শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মিত্রদের সংযম দেখানোর আহ্বান জানিয়ে উত্তেজনা এড়াতে বলেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, রিয়াদ গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বৃহস্পতিবার রাতে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।গাজায় ইসরায়েলের আগ্রাসনের পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে সম্প্রতি যেসব হামলা চালিয়ে আসছে তার জবাবে হুতিদের লক্ষ্য করে সরাসরি এ হামলা চালালো দেশ দুটির সেনাবাহিনী। রাজধানী সানার হুদাইদাহে হুতি লোহিত সাগর বন্দর, ধামার ও উত্তর-পশ্চিমাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। সূত্র: সমকাল
ইসরায়েল নিয়ে সৌদির লুকোচুরি
সৌদি আরবের কাছে ইউরোফাইটারের মতো যুদ্ধবিমান এবং সর্বাধুনিক প্রযুক্তির আইআরআইএস-টি গাইডেড ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে এখন আর নারাজ নয় জার্মানি। ২০১৮ সালে তুরস্কে সৌদি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক জামাল খাসোগি হত্যার পটভূমিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রিয়াদের কাছে সমরাস্ত্র বিক্রি বন্ধ করে দেয় বার্লিন। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেসট্রেইট সম্প্রতি জানান, চ্যান্সেলর ওলাফ শলৎজ জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবকের সঙ্গে কিছু বিষয়ে মতবিনিময় করেন, যেখানে আলোচিত হয় গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের ‘গঠনমূলক’ ভূমিকা। এতে ইসরায়েল প্রশ্নে সৌদি রাজপরিবারের বর্তমান ভূমিকা প্রশংসা কুড়ায় ওই আলোচনায়। গত সপ্তাহে মুখপাত্র বলেন, ‘সৌদি আরবের বিমানবাহিনী হুতি বিদ্রোহীেেদর ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইউরোফাইটার মোতায়েন করে, যা ইসরায়েলের জন্য স্বস্তির খবর।’ সূত্র: দেশ রুপান্তর
ট্রাম্পের মামলার বিচারকের বাড়িতে বোমা হামলার হুমকি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মামলার বিচারকের বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। নিউইয়র্ক পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে। এরই মধ্যে ওই বিচারকের বাড়িতে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ট্রাম্পের বিরুদ্ধে চলমান জালিয়াতি মামলার বিচারক আর্থার অ্যাঙ্গরনের বাড়িতে এই হামলার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। আদালত কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের বিরুদ্ধে চলমান জালিয়াতি মামলার শুনানির শেষ পর্যায়ের শুরু হওয়া কথা ছিল। তার ঠিক কয়েক ঘণ্টা আগে হামলার হুমকি দেওয়া হয়। আদালতের মুখপাত্র আল বাকের জানিয়েছেন, এই হুমকি মামলার কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না। আল বাকের বলেন, ‘আমরা একটি হুমকির খবর পেয়েছি, আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি এটি একটি বোমা হামলার হুমকি ছিল।’ তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত সময়সূচি অনুযায়ী এগিয়ে যাচ্ছি এবং আদালতের কার্যক্রম ও সমাপনী যুক্তি-তর্কও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।’ সূত্র: আজকের পত্রিকা।
চার বছরের মধ্যে প্রথমবার উত্তর কোরিয়ায় যাচ্ছে বিদেশী পর্যটক
কভিড-১৯ মহামারীর পর এবারই প্রথম পর্যটকদের প্রবেশের অনুমতি দিল উত্তর কোরিয়া। রাশিয়ার প্রাদেশিক কর্তৃপক্ষ ও একটি ট্যুর গাইডের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের পর উত্তর কোরিয়ায় প্রথম কোনো পর্যটক ভ্রমণের সুযোগ পাচ্ছেন। মহামারীর ফলে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটি। এতে প্রায় চার বছর বন্ধ ছিল পিয়ংইয়ংয়ের সীমান্ত।এবারের ভ্রমণটি আয়োজন করছে রাশিয়ার ভ্লাদিভোস্টক ভিত্তিক একটি পর্যটন সংস্থা।এর আগে রাশিয়ার পূর্বঞ্চলীয় অঞ্চল প্রিমর্স্কি ক্রাইয়ের গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, উত্তর কোরিয়াতে পর্যটকদের পুনরায় ভ্রমণের অনুমতির বিষয়ে এক বিশেষ বৈঠকে যোগ দিতে পিয়ংইয়ং সফর করেছিলেন তিনি। সূত্র: বণিক বার্তা।
বাংলাদেশের নির্বাচন নিয়ে অস্ট্রেলিয়া যে প্রতিক্রিয়া জানিয়েছে
বাংলাদেশের সাতই জানুয়ারির জাতীয় নির্বাচন যে পরিবেশে হয়েছে তা “দুঃখজনক” বলে এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়া। শটির ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে ১০ই জানুয়ারি “বাংলাদেশ পার্লামেন্টারি ইলেকশনস” শিরোনামে একটি বিবৃতি দেয়া হয়েছে।এই বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়া সাতই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচনের ফলাফল লক্ষ্য করেছে।“আমরা এই বিষয়কে স্বাগত জানাই যে, নির্বাচনের দিন বাংলাদেশি লাখো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। কিন্তু দুঃখজনক যে, এমন একটা পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে যেখানে সব অংশীদাররা অর্থপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেনি”। সূত্র: বিবিসি বাংলা।