মালদ্বীপের সার্বভৌমত্ব রক্ষার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চীন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৪

সংগৃহীত ছবি

এশিয়ার দেশ মালদ্বীপ নিয়ে পরোক্ষ উত্তাপ শুরু হয়েছে বড় দুই প্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও চীনের মধ্যে। মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। চীনপন্থী এই প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর একাধিকবার সার্বভৌমত্বের দাবি সামনে এনে সেনা সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতকে। এবার চীনও সেই সার্বভৌমত্ব রক্ষার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

শি মালদ্বীপের প্রেসিডেন্টকে বলেন, নতুন পরিস্থিতিতে চীন-মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কে অতীতের অর্জনগুলোকে নতুন করে গড়ে তোলার ও সামনে এগিয়ে যাওয়ার ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে।

কৌশলগত ভৌগলিক অবস্থানে থাকা মালদ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় দেশটিকে সমর্থন দিয়ে শি বলেন-
মালদ্বীপের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় সুরক্ষাকবচ হিসেবে সহায়তা দিতে ভূমিকা রাখবে চীন।

অবকাঠামো থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে উভয় দেশ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরের পর শি এসব কথা বলেছেন।

গত বছর সেপ্টেম্বরে নির্বাচিত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু মূলত চীনপন্থী হিসেবেই পরিচিত। তিনি বেইজিংয়ের সাথে শক্তিশালী সম্পর্ক অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন।

ভারতের সাথে কূটনৈতিক উত্তেজনার মধ্যেই মুইজ্জু চীন সফর করছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর। বুধবার (১০ জানুয়ারি) জিনপিংয়ের সাথে তার সাক্ষাৎ হয়।

Nagad

ঐতিহাসিক গ্রেট হলে পৌঁছানোর পর মালদ্বীপের প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয় তোপধ্বনির মাধ্যমে। দেয়া হয় গার্ড অব অনার। এসময় সাথে ছিলেন দেশটির ফার্স্ট লেডি।

এরপরই তাদের স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপর বৈঠকে বসেন দুই প্রেসিডেন্ট। সাথে ছিলেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে বেইজিং এবং মালের সম্পর্ককে ঐতিহাসিক আখ্যা দেন জিনপিং।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি মুইজ্জুকে বলেছেন নতুন পরিস্থিতিতে অতীত অর্জনের ওপর ভিত্তি করে এগিয়ে যাওয়ার ঐতিহাসিক সুযোগ পেয়েছে দু’দেশ।

এর আগে, মোহাম্মদ মুইজ্জু তার দেশে আরও বেশি পর্যটক পাঠানোর জন্য চীনকে আহ্বান জানান। ভারতের সঙ্গে চলমান বিরোধের জেরে ভারতীয় পর্যটকরা পূর্বনির্ধারিত সফর বাতিল করার পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।