আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
সারা দেশে ঘন কুয়াশা, বিঘ্নিত হতে পারে নৌ-বিমান ও সড়কে চলাচল
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক ভাবে বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার (১০ জানুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
দেশজুড়ে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেখা যাচ্ছে কুয়াশার আধিক্য। কোথাও মাঝারি আবার কোথাও ঘন কুয়াশা। দেশের কয়েকটি অঞ্চলে এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হচ্ছে। কুয়াশার আধিক্যের কারণে অস্থায়ীভাবে ভেঙে পড়ছে যোগাযোগব্যবস্থা। এই ঘন কুয়াশা আরো তিন দিন থাকবে। সূত্র: কালের কণ্ঠ


৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় বড় বদল, কারণ কী
নতুন মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এনেছেন টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাওয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। মন্ত্রিসভায় প্রথমবারের মতো যুক্ত হলেন ১৪ জন। আগে বিভিন্ন সময়ে মন্ত্রী–প্রতিমন্ত্রী ছিলেন এমন পাঁচজন এবার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। বিদায়ী মন্ত্রিসভার ৩০ জন নতুন মন্ত্রিসভায় স্থান পাননি। এর মধ্যে ৭ জানুয়ারির ভোটের আগেই বাদ পড়েন দুজন টেকনোক্র্যাট মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী। তিনজন নির্বাচনে পরাজিত হয়েছেন। আর তিনজন এবার দলীয় মনোনয়নই পাননি। অবশ্য বাদ পড়া টেকনোক্র্যাট মন্ত্রীদের একজন নতুন মন্ত্রিসভায় ফিরেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। গতকাল বুধবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে সম্মতি দিয়েছেন। এতে আরও বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলা গণ্য হবে। সূত্র: প্রথম আলো
পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা
♦ ২৫ মন্ত্রী ১১ প্রতিমন্ত্রীর নাম ঘোষণা ♦ টেকনোক্র্যাট দুজন ♦ শপথ আজ
টানা চতুর্থবারসহ পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে বিশ্বের গণতান্ত্রিক দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সরকারপ্রধানের রেকর্ড গড়বেন তিনি। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের পাশাপাশি তাঁর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনেরও সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি। সূত্র: বিডি প্রতিদিন।
মন্ত্রী ২৫ প্রতিমন্ত্রী ১১ জন
নতুন মন্ত্রিসভার শপথ আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বুধবার প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়াচ্ছে ৩৭ জনে। প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। একাদশ সংসদ নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী থাকলেও এবার কাউকে উপমন্ত্রী রাখা হয়নি। নতুন মন্ত্রিসভায় পুরোনো অনেকের সঙ্গে রয়েছে একঝাঁক নতুন মুখ। বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার ১৪ জন পূর্ণমন্ত্রী, ১২ জন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার কথা মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যে জানিয়েছে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে। বুধবার নবনির্বাচিত এমপিরা সংসদ ভবনে শপথ নেন। এদিন সকালে সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো সংসদ নেতা নির্বাচিত করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের সম্মতি দেন রাষ্ট্রপতি। সূত্র: যুগান্তর
কারচুপি ও অস্বাভাবিক ভোটের অভিযোগ পরাজিত প্রার্থীদের
সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন ভোটে হেরে যাওয়া অনেক হেভিওয়েট প্রার্থী। এ দলে আছেন নৌকা, লাঙ্গলের প্রার্থীসহ স্বতন্ত্র আওয়ামী লীগ নেতাও। পরাজিত অনেক প্রার্থীর অভিযোগ– ব্যালটে সিল মেরে বাক্স ভরানো হয়েছে। ভোটের হারও অস্বাভাবিক। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তাদের কয়েকজন।
আওয়ামী লীগ এবারের নির্বাচনকে সুষ্ঠু বললেও দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপ, বরগুনা-১ আসনের আওয়ামী লীগের পাঁচবারের এমপি ধীরেন্দ্র নাথ শম্ভু, মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম, জাসদ সভাপতি ও কুষ্টিয়া-২ আসনের নৌকার প্রার্থী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশা, কিশোরগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী আবদুল কাহার আকন্দ, ঢাকা-৪ আসনের নৌকার প্রার্থী সানজিদা খানম ভোটে এবং গণনায় কারচুপির অভিযোগ করেছেন। গেল রোববার ভোটের দিন বিকেল ৩টায় নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছিল, ভোটের হার ২৭ দশমিক ১৫ শতাংশ। তবে রাতে প্রধান নির্বাচন কমিশনার জানান, ৪০ শতাংশের বেশি ভোট পড়েছে। ইসির সর্বশেষ হিসাব অনুযায়ী, ভোটের হার ৪১ দশমিক ৯৯ শতাংশ। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। শেষ ঘণ্টায় ভোটের হার প্রায় ১৫ শতাংশ বেড়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে। অন্যান্য দলের অভিযোগ, সারাদিন যেসব কেন্দ্র ফাঁকা ছিল সেখানে ভোটের হার ৫০ থেকে ৬০ শতাংশ, যা বিশ্বাসযোগ্য নয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ তুলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়নি। সরকার যেখানে যেমন চেয়েছে, সেখানে তেমন নির্বাচন হয়েছে। সূত্র: সমকাল
আজ দূষণের শীর্ষে ঢাকা
বিশ্বের ১০০ দূষিত শহরের তালিকায় আজ বৃহস্পতিবার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এদিন সকাল ৯টা ১০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৮০ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এর প্রকাশিত তালিকায় এ তথ্য জানা গেছে। এই সময়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৩৪। একই সময়ে ২২৪ ও ১৯০ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দুই শহর দিল্লি ও কোলকালতা। সূত্র: দেশ রুপান্তর
ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই বড় চ্যালেঞ্জ
ক্ষমতাসীন আওয়ামী লীগ সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গতকাল বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন এবং আজ সন্ধ্যায় নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ নেওয়ার কথা। নির্বাচনী ইশতেহারে দলটি খেলাপি ও দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা দেয়। বিশেষ করে খেলাপি ঋণ আদায় এবং ব্যাংক ও আর্থিক খাতে সুশাসনের প্রতিশ্রুতি ছিল ইশতেহারে। এ ছাড়া সুশাসন ফেরাতে অবৈধ সম্পদ অর্জন, ঘুষ লেনদেন, ক্ষমতার অপব্যবহার, দুর্বৃত্তায়ন নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে। তবে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী, দেশ থেকে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে ঘুষ-দুর্নীতি বন্ধ, অনুপার্জিত আয় রোধ, কর-বিল-ঋণখেলাপিদের বিরুদ্ধে আইন প্রয়োগ করা হবে। অবৈধ অর্থ-সম্পদ বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সূত্র; আজকের পত্রিকা।
এক বছরে টকটাইম কমেছে ৮৪১ কোটি মিনিট, এসএমএস ৭০৮ কোটি
ব্যবসায়িক চ্যালেঞ্জে টেলিকম খাতের অপারেটররা
তথ্যপ্রযুক্তি পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হচ্ছে সব খাতকেই। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরে অস্তিত্ব সংকটে পড়তে দেখা গেছে অনেক খাতসংশ্লিষ্টকে। সম্প্রতি এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে প্রযুক্তিসংশ্লিষ্ট খাত টেলিকম অপারেটরদের। অপারেটরদের একসময়ের সবচেয়ে জনপ্রিয় টকটাইম ও খুদে বার্তার (এসএমএস) ব্যবহার থেকে সরে আসছেন গ্রাহকরা। গত এক বছরে গ্রাহকদের টকটাইমে বড় ধরনের নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এক অর্থবছরে কমেছে ৮৪১ কোটি মিনিট এবং ৭০৮ কোটি এসএমএসের ব্যবহার।
সংশ্লিষ্টরা বলছেন, ডাটাভিত্তিক যোগাযোগ অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ এখন সহজেই যোগাযোগ করতে পারছে। এগুলোর মধ্যে রয়েছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, স্কাইপি, ইমু, জুম, মিট, লিংকডইনের মতো ডিজিটাল মাধ্যম। টেক্সট, ভয়েস কল, ছবি-ভিডিও আদান-প্রদানের মতো কাজ সহজেই করা যায়। এনক্রিপ্টেড এসব অ্যাপে অর্থেরও সাশ্রয় হয়। ফলে টকটাইম ও এসএমএসের চেয়ে এসব অ্যাপকেই অগ্রাধিকার দিচ্ছে ব্যবহারকারীরা। সূত্র: বণিক বার্তা।
ঘনকুয়াশা ভেদ করে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
ত কয়েকদিনের ঘন কুয়াশায় অতিষ্ঠ করে তুলছে জনজীবন। সকালবেলা কুয়াশা একটু কম থাকলো রাতের বেলায় ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করে।সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। কুয়াশা ভেদ করে রাতের বেলা চলছে দূরপাল্লার যানবাহন। বুধবার (১০ ই জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইল যাওয়ার পথে রাজধানী ঢাকাতে কুয়াশা কম থাকলেও গাজীপুর কোনাবাড়ি থেকে শুরু করে টাংগাইল পর্যন্ত মহাসড়কে ভয়ংকর ঘনকুয়াশার মধ্যে যানবাহন গুলো কম গতিতে চলতে দেখা যায়। সড়কে কুয়াশা এতই ঘন প্রত্যেকটি পরিবহনের চালক-যাত্রীরা যেন জীবনে ঝুঁকি নিয়ে নিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। তিদিনই রাজধানী থেকে সারাদেশে যাচ্ছে বিভিন্ন রকমের পরিবহন। রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল, মহাখালী বাস টার্মিনাল ও গাবতলী বাস টার্মিনাল থেকে বিভিন্ন কোম্পানির দূরপাল্লার বাসগুলো যাত্রী বহন করে উত্তরবঙ্গের ময়মনসিংহ ,জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী ,পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় যায়। রাজধানী ঢাকাতে কুয়াশা কম থাকলো রাজধানী ছাড়ার পরপরই ঘনকুয়াশা ভেদ করে গাড়ি চালাতে হয় চালকদের। সূত্র: বাংলানিউজ
‘সরকারের জন্য সবদিক থেকে বিপদ ঘনিয়ে আসছে: বিএনপি’
বিএনপিকে নিয়ে নিউ এইজ পত্রিকার শিরোনাম, ‘Danger coming from all sides for govt: BNP’. অর্থাৎ সরকারের জন্য সবদিক থেকে বিপদ ঘনিয়ে আসছে বলে বলছে বিএনপি। খবরে বলা হচ্ছে, বুধবার বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি বলেছে, গত সাতই জানুয়ারি ‘ব্যাপকভাবে ত্রুটিপূর্ণ ও একতরফা নির্বাচন অনুষ্ঠানের’ কারণে সব দিক থেকে সরকারের জন্য বিপদ ঘনিয়ে আসছে। এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “চোরদের ভোট নিয়ে খুশি হওয়ার কিছু নেই। চারদিকে বিপদ আসছে। সব বিরোধী দলের নেতাদের জেলে ভরে রেখে ভোট অনুষ্ঠিত হয়েছে।”সাজানো নির্বাচনে আওয়ামী লীগের কাছে যারা পরাজিত হয়েছে, তারা এখন অভিযোগ তুলেছে যে প্রশাসন তাদেরকে হারিয়ে দিয়েছে। “ডেপুটি কমিশনার এরইমধ্যে বলেছেন যে, তারা সরকারের ইচ্ছানুযায়ী কাজ করেছেন। আওয়ামী লীগের নেতারা এবং সরকারি কর্মকর্তারা এ ধরনের বিবৃতি দিচ্ছে। এ ধরনের অডিও ও ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে,” তিনি বলেন।
তিনি অভিযোগ করেন, “এই সরকার দুর্নীতির সাগরে ভাসছে। তাদের সোনার নৌকা দুর্নীতিতে পরিপূর্ণ এবং এই সরকারের অর্জন হচ্ছে দুর্নীতি।” সূত্র; বিবিসি বাংলা।