নতুন মন্ত্রিসভায় যোগ দিতে ফোন পেয়েছেন যারা
নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। যেখানে বর্তমান অর্থাৎ পুরোনো মন্ত্রিসভার অনেকেই নতুন মন্ত্রিসভায় থাকছেন।
বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান- নতুন মন্ত্রিসভায় পুরোনো মন্ত্রিসভার অনেকেই থাকছেন। এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নসরুল হামিদ, জুনায়েদ আহমেদ পলক, খালেদ মাহমুদ চৌধুরী, শাহরিয়ার আলম, ফরিদুল হক খান, জাহিদ ফারুক ও স্থপতি ইয়াফেস ওসমান ।
সচিব জানান- এছাড়া আরও যারা যারা ডাক পেয়েছেন- বর্তমান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।।
নতুনদের মধ্যে ডাক পেয়েছেন যারা
কর্নেল ফারুক খান, আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মেজর জেনারেল (অব) আব্দুস সালাম, মোহাম্মদ এ আরাফাত, সাজ্জাদুল হাসান, নাজমুল হাসান পাপন, জিল্লুল হাকিম ও জিয়া উদ্দিন আহমেদ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, ড. সেলিম মাহমুদ, আবুল কালাম আজাদ, আবুল হাসান মাহমুদ আলী, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, র আ ম ওবায়দুল মোকতাদির, নারায়ণ চন্দ্র চন্দ, সাবের হোসেন চৌধুরী, সিমিন হোসেন রিমি, মহিবুর রহমান, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম টিটু ও সামন্ত লাল সেন।
এর আগে, আজ বুধবার (১০ জানুয়ারি) চতুর্থবারের মতো ক্ষমতাসীন এই দলকে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকেই টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন এই মন্ত্রিসভায় কে কোন দায়িত্ব পাচ্ছেন তা এখনও পরিষ্কার নয়।
সকালে সংসদে শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপরই জানা যায়, সংসদেরে নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সংসদীয় উপনেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
এদিকে, সংসদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই সাথে চিফ হুইপ হয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন। তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। বুধবার দ্বাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করে।