জয় দিয়ে নতুন বছর শুরু স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের
লা লিগায় বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে খেলতে নেমে ডিফেন্ডার রুডিগারের মাত্র গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে জয় দিয়ে নতুন বছর শুরু করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই রক্ষণাত্মক ফুটবল খেলে ৫ ডিফেন্ডার নিয়ে খেলতে নামা মায়োর্কা। তাদের এই রক্ষণাত্মক কৌশল কাজও করে ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত। তবে ম্যাচের ৭৮ মিনিটে জার্মান ডিফেন্ডারের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলিত্তর শিষ্যরা।


বুধবার (৩ জানুয়ারি) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই নিজেদের রক্ষণ জমাট রেখে আক্রমণ করতে থাকে রিয়াল। ম্যাচের চতুর্দশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় তারা। তবে লুকা মদ্রিচের ক্রসে বক্সে জুড বেলিংহ্যামের হেড অনায়াসে ঠেকান মায়োর্কা গোলরক্ষক।
এতে ১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে টেবিলের রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। তারা রিয়াল থেকে গোল ব্যবধানে পিছিয়ে আছে।